Monday, September 2, 2024

পরিবর্তন

 ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র দেখে আপনার খারাপ লাগে। কিছু একটা করতে মনে চায়, এই সমাজের পরিবর্তন আনতে মনে চায়।


কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার নিজের'ই কোনো পরিবর্তন নেই। সঠিক ইতিহাস জানেন না, ২০-২৫ টা পুশআপ দিতে পারেন না, আধা ঘন্টা টানা দৌড়াতে পারেন না। শারীরিক, মানষিক, আত্মিক কোনো পরিবর্তন নেই। ধান্দায় আছেন কেউ কোনো কিছু একটা শুরু করবে আর তখন আপনি অংশগ্রহণ করবেন। কিন্তু আপনিই কেনো কোনো কিছু শুরু করছেন না?

Wednesday, August 7, 2024

প্রতিহিংসার রাজনীতি

 আমি খুব সাধারন একজন মানুষ,রাজনীতি নিয়ে চিন্তা-ভাবনা করেও কোন কিছু করতে পারব না।তবে এদেশের রাজনীতি দেখলে তো মনের ভেতরে অনেক ভাবনায় আসে।

রাজনীতি বিষয়টি আমার কেন জানি একদম ভাল লাগে না।হয়তো ছোট থেকে আমাদের দেশে যে রাজনীতি দেখে আসছি এটা তার বড় কারন।রাজনীতি সম্মন্ধে আমার জ্ঞান শূন্য বলতে পারেন।কিন্তু খোলা দৃষ্টিতে তার ভাল মন্দ টুকু তো বুঝি।সংবিধানে কি আছে আমার সেটাও অজানা আমি কোন দিন সংবিধান পড়িনি।তবে মানুষের মূখে, বলতে পারেন এদেশের নেতাদের মূখে শুনে যতটুকু জেনেছি, রাজনীতি মানে হচ্ছে জনগনের সেবা করা।দেশের জনগন তাদের ভোটের মাধ্যমে এক জন প্রতিনীধি বানায় যার কাজ জনগনের সেবা করে যাওয়া।অথচ এদেশের রাজনীতিতে হচ্ছে ঠিক উল্টোটা।রাজনীতি থেকে আমরা সাধারন জনগন দূর্ভোগই বেশি পেয়ে থাকি।আর আমাদের দেশে সবচেয়ে যে বিষয়টা খারাপ তা হল প্রতিহিংসার রাজনীতি।


যারা রাজনীতির প্রতিহিংসার শিকার হননি তারা বুঝবেন না এই প্রতিহিংসা কত দূরে যেতে পারে।তবে আশে পাশে চোঁখ রাখলে ঠিকই বুঝতে পারবেন প্রতিহিংসার রাজনীতি কাকে বলে।আজও পর্যন্ত প্রতিহিংসার রাজনীতিতে পড়ে জীবন যাচ্ছে অহরহ মানুষের।নিজের জন্য সব সময় দোয়া করবেন যেন প্রতিহিংসার রাজনীতিতে আপনাকে পড়তে না হয়।


 সরকারি লোকজনও প্রতিহিংসার রাজনীতি থেকে বাইরে নয়। আমারা দেখেছি সাধারন জনগনের নামে গায়েবী মামলা এইটাই তার বড় উদাহরন।এইরকম মামলা থেকে মৃত ব্যক্তিও নিস্তার পাচ্ছেন না।আবার যারা প্রবাসে আছেন দীর্ঘদিন ধরে তাদের নামেও মামলা হচ্ছে।এই সব মামলায় লাভ হয় পুলিশের।যাদের নামে মামলা হয় তাদের কে ছাড়াতে তার পরিবার হাজার হাজার টাকা খরচ করে।আমরা জানি অনেক নিরীহ মানুষের নামে বিনা কারনে মামলা হয়েছে যার কারন প্রতিহিংসার রাজনীতি।


জানিনা এদেশে প্রতিহিংসার রাজনীতি কোন দল আগে শুরু করেছিল।যেই শুরু করুক না কেন সব রাজনীতি দল গুলোকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত।একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি যখন প্রতিহিংসার রাজনীতে পড়ে প্রান হারান বা জেলে যান তখন সেই পরিবারটির কি অবস্থা হয় তা কি রাজনীতির বড় নেতারা কখনও ভাবে? বড় বড় নেতাদের ছত্র ছায়াই গ্রাম্য পর্যায়ের আওলা যাওলা পাতি নেতারাও প্রতিহিংসার রাজনীতি করতে সাহস পায়।

ক্ষমতা চিরদিন কারও থাকে না,প্রমাণিত ।ক্ষমতায় থাকা কালিন এই কথা ক্ষমতাসীন দল একদম ভুলে যান।দেশের জনগনের জন্য সত্যি যদি কাজ করতে চান তবে সব দলকেই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জনগনের জন্য কাজ করে যেতে হবে।ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিটি দলই এমন কাজ করুন যেন ক্ষমতা না থাকলেও আপনাকে প্রতিহিংসার রাজনীতির কবলে না পড়তে হয়।


রাজনীতি যদি সত্যি জনগনের কল্যানের জন্য হয় তবে প্রতিহিংসার রাজনীতি আমরা কোনো দলের কাছ থেকেই আশা করি না।

Tuesday, July 23, 2024

যে-কোনো হারাম কাজকে নরমালাইজেশনের প্রথম ধাপ হলো

 যে-কোনো হারাম কাজকে নরমালাইজেশনের প্রথম ধাপ হলো—প্রসিদ্ধ হারাম নামটিকে একটি আকর্ষণীয় নাম দিয়ে পাল্টে ফেলা। এতে করে হারাম নামটির উপর আলাদা একটি আবরণ তৈরি হয়। ফলে টিপিক্যাল বাঙালি মুসলিম যে অস্বস্তির কারণে কাজটিতে লিপ্ত হতে বিব্রত বোধ করছিল, তা শব্দের বেড়াজালে ঢেকে যায়। সহজেই সে তখন এতে লিপ্ত হয়ে পড়ে।


যেমন, সুদকে ইন্টারেস্ট, ঘুষকে স্পিডমানি, মদকে ড্রিংকস, যিনাকে ফিজিক্যাল রিলেশন, অবৈধ সম্পর্ককে প্রেম এবং জুয়াকে ট্রেডিং শব্দ দ্বারা সচেতনভাবে বদলে দেওয়া হয়েছে। এর ফলে এসব হারাম নরমালাইজেশন করা সম্ভব হয়েছে; এসবে জড়ানোর হারও আগের চেয়ে অনেক বেড়েছে।