Tuesday, July 23, 2024

যে-কোনো হারাম কাজকে নরমালাইজেশনের প্রথম ধাপ হলো

 যে-কোনো হারাম কাজকে নরমালাইজেশনের প্রথম ধাপ হলো—প্রসিদ্ধ হারাম নামটিকে একটি আকর্ষণীয় নাম দিয়ে পাল্টে ফেলা। এতে করে হারাম নামটির উপর আলাদা একটি আবরণ তৈরি হয়। ফলে টিপিক্যাল বাঙালি মুসলিম যে অস্বস্তির কারণে কাজটিতে লিপ্ত হতে বিব্রত বোধ করছিল, তা শব্দের বেড়াজালে ঢেকে যায়। সহজেই সে তখন এতে লিপ্ত হয়ে পড়ে।


যেমন, সুদকে ইন্টারেস্ট, ঘুষকে স্পিডমানি, মদকে ড্রিংকস, যিনাকে ফিজিক্যাল রিলেশন, অবৈধ সম্পর্ককে প্রেম এবং জুয়াকে ট্রেডিং শব্দ দ্বারা সচেতনভাবে বদলে দেওয়া হয়েছে। এর ফলে এসব হারাম নরমালাইজেশন করা সম্ভব হয়েছে; এসবে জড়ানোর হারও আগের চেয়ে অনেক বেড়েছে।


No comments:

Post a Comment